কালিয়াকৈরে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা : কালিয়াকৈরের টিএনটি বটতলা এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার আজিবুর রহমানের ছেলে আতিকুল ইসলাম (৩৫), মেহেদী (৩০) ও ইজিবাইকচালক নজরুল ইসলাম (৩৪)।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল বাশার জানান, কালিয়াকৈর উপজেলার টিএনটি বটতলা এলাকায় চন্দ্রাগামী একটি বাস একটি ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button