বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা চালু করল চীন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘোষণার পরদিনই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ও ট্রাভেল পারমিট চালু করল ঢাকার চীনা দূতাবাস।
গত রোববার (৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
এরই প্রেক্ষিতে সোমবার (৮ আগস্ট) সকালে প্রথম শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়। রোববারের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে ভিসা ও ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।
এদিকে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবুকে অ্যাকাউন্টে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাতে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন যে, সব বাংলাদেশি শিক্ষার্থীরা রবিবার থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে।