কালীগঞ্জে গোয়াল ঘর বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে গোয়াল ঘর বিদ্যুতায়িত হয়ে আমিরুল ইসলাম জাকির শেখ (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগষ্ট) সকাল ৯টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম জাকির শেখ ছাতিয়ানী এলাকার আব্দুল জব্বার শেখের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
জাঙ্গালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল ও স্থানীয়রা বলেন, আমিরুল ইসলাম জাকির শেখ সকালে তার বাড়িতে থাকা টিন দিয়ে নির্মিত গোয়াল ঘরের (গরুর রাখার স্থান) ময়লা পরিষ্কার করছিল। সকাল ৯টার দিকে হঠাৎ তার ছেলে মাহিম শেখ দেখতে পায় আমিরুল ইসলাম গোয়াল ঘরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, প্রথমে সকলে ধারণা করেছিল আমিরুল ইসলামের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে । কিন্তু পরে গোয়াল ঘরের টিনের চালে বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা যায়। এরপর বিদ্যুৎ সংযোগ পরীক্ষা করে দেখা যায় শর্ট সার্কিট থেকে গোয়াল ঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়ে আছে। গোয়াল ঘরের চাল নিচু থাকায় ভেতরে প্রবেশ করতে হলে টিনের সঙ্গে মাথা আটকে যায়। তাই মাথা নিচু করে গোয়াল ঘরের ভেতরে প্রবেশ ও কাজ করতে হয়। এতে ধারণা করা হচ্ছে আমিরুল ইসলাম টিনের চাল থেকে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।
কালীগঞ্জ থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।