সাফজয়ী মেয়েদের বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল অবতরণ করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে নারী দলকে বহনকারী বিমান অবতরণ করে বিমানবন্দরে। সেখানে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলসহ মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা তাদের উষ্ণ সংবর্ধনা জানান।
বিমানবন্দরে কেক কাটার পর তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এরপর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন যোগ দেন। দলের অধিনায়ক সাবিনা খাতুন এ সময় তাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এরপর ছাদখোলা বাস মেয়েদের নিয়ে বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে কাকলি, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, বিজয় সরণি, তেজগাঁও, মৌচাক, কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ এবং মতিঝিল ও শাপলা চত্বর হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।’
বাফুফে ভবনে আসার পর আবার মেয়েদের বরণ করে নেবেন বাফুফে ও সাফের সভাপতি কাজী সালাহউদ্দিন। তাদেরকে ফুলের স্টিক দিয়ে তিনি বরণ করে নেওয়া হবে। এরপর ফটোসেশন হবে। এখানেও একটি সংবাদ সম্মেলন হতে পারে আবার। এরপর শেষ হবে অফিসিয়ালি সংবর্ধনা।