লড়াই করেও পোল্যান্ডের কাছে হারল সৌদি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : জিতলেই মিলত নকআউট পর্বের টিকিট। কিন্তু সেই কাজটি করতে পারেনি প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৬ নভেম্বর) পোল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে মধ্যপ্রাচ্যের দেশটি। প্রথম ম্যাচে ড্রয়ের পর এই জয়ে নকআউট পর্বের সম্ভাবনা উজ্জ্বল করল লেভানদোভস্কিরা।

পোল্যান্ডের হয়ে প্রথম গোলটি করেন পিওতর জিলেনেস্কি। দ্বিতীয়ার্ধে সুযোগের সদ্ব্যবহার করে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেন বার্সা স্ট্রাইকার লেভানদোভস্কি। সৌদি আরবের কপাল খারাপ, পেনাল্টির সুযোগ কাজে লাগে পারেনি দলটি। ১৯৯৪ বিশ্বকাপের পর শেষ ষোলোতে যেতে হলে শেষ ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জিততেই হবে সৌদি আরবকে।

এর আগে বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে ১০টি ম্যাচ খেলেছে সৌদি। একমাত্র জয়টি তারা পেয়েছে ১৯৯৪ সালে বেলজিয়ামের বিপক্ষে। এবার ফিফা র‍্যাঙ্কিংয়ে তাদের চেয়ে ২৫ ধাপ এগিয়ে থাকা পোল্যান্ডের বিপক্ষে খুব কাছে গিয়েও বিশ্বকাপে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় তুলে নিতে পারেনি সৌদি আরব। ম্যাচ জিততে না পারলেও দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের মন ঠিকই জয় করে নিয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় সৌদি। ১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত সৌদি। এক সতীর্থের সঙ্গে ওয়ান-টু খেলে বক্সের মধ্যে ঢুকে পড়েন মোহাম্মদ কান্নো। গোলে শটও নিয়েছিলেন। কিন্তু আটকা পড়ে যান পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনির দক্ষ গ্লাভসে।

৩৯ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় পোল্যান্ড। প্রতি আক্রমণ থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান লেভানদোভস্কি। গোলকিপারকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি। তবে বলের নিয়ন্ত্রণও হারাননি। গোললাইনের কাছাকাছি এলাকা থেকে তিনি বল পাঠান বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কিকে। সহজেই বল জালে জড়ান তিনি।

৪২ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। নিজেদের বক্সের মধ্যে আল শেহরিকে আটকাতে তাকে ফাউল করেন ক্রিস্তিয়ান বিয়ালিক। রেফারি ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। সৌদি আরবের পেনাল্টিটি নেন সালেম আল দাউসারি। দুর্বল কিকটি ডান দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন সেজনি। ফিরতি বলটিও জালে পাঠাতে পারেননি মোহাম্মদ আল ব্রেইক।

সৌদি আরব কপাল খারাপের শুরু এখান থেকেই। দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ সামলে ভালোই আক্রমণ করেছে পোল্যান্ড। ৬৩ মিনিটে মিলিকের হেড সৌদির পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। ৬৬ মিনিটে লেভানদোভস্তির আলতো শটও ফিরে আসে পোস্টে লেগে।

৮১ মিনিটে গোলের দেখা পান লেভানদোভস্কি। বক্সের সামনে বল নিয়ন্ত্রণ করতে পারেননি সৌদির আল মালকি। কাছেই থাকা লেভা ছোঁ মেরে বল নিয়ে করেন নিখুঁত শট। বল জালে। গোলের আনন্দে মাঠের কোনায় মুখ ঢেকে কেঁদে ফেলেন তিনি। তার উপরে চলে সতীর্থদের উল্লাস।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সৌদি আরব। ১ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা মেক্সিকোর বিপক্ষে আজ দিনের শেষ ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button