কাতারে বিশ্বকাপের মুসলমান হয়েছেন প্রায় ৯০০ বিদেশি: জাকির নায়েক

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের অবকাশে এ পর্যন্ত ৮৮৭ জন অমুসলিম পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা শনিবার এ তথ্য জানিয়েছে।

ভারতীয় ইসলাম ধর্মপ্রচারক জাকির নায়েকের উদ্ধৃতি দিয়ে টিভি চ্যানেলটি বলেছে, ইসলাম ধর্ম গ্রহণকারীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। জাকির নায়েক ইসলাম ধর্ম প্রচারের জন্য বর্তমানে কাতারে রয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপ দেখতে আসা বিদেশিদের অনেকেই আজান শুনে প্রভাবিত হচ্ছেন।

আল-জাজিরা জানিয়েছে, কাতারের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় বিশ্বকাপ উপলক্ষে সেদেশ ভ্রমণকারী মানুষের কাছে পবিত্র এই ধর্মকে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

গত ২১ নভেম্বর থেকে কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বে সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট হচ্ছে ফুটবল বিশ্বকাপ। চার বছর পর পর ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button