কালীগঞ্জে শ্বাসরোধে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে…….

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে শ্বাসরোধে শাহীন(২২) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে আটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে পৌর এলাকায় বালীগাঁও গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহিন মধ্যে বালীগাঁও গ্রামের আমবর আলীর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাহীন। পরে মধ্যে রাতে পূণরায় গ্যারেজের কাছে গিয়ে পান খাওয়া পর আবারো আটোচালাতে বের হয় সে। বুধবার সকালে বালীগাঁও গ্রামের শাহিনের বাড়ির পূর্ব পাশের একটি ঝোপের মধ্যে তার লাশ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ধারণা করা হচ্ছে রাতে শাহিনকে শ্বাসরোধে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার হাত,পা এবং চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।