অ্যাপলের ২৫ শতাংশ উৎপাদন হবে ভারতে

গাজীপুর কণ্ঠ, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই মুহূর্তে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ৫-৭ শতাংশ পণ্য উৎপাদন হয় ভারতে। সম্প্রতি চীনে লকডাউন বিধিনিষেধ সংক্রান্ত জটিলতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপড়েনের ফলে দেশটিতে উৎপাদন কমিয়েছে টেক জায়ান্টটি। এর ইতিবাচক ফল পাচ্ছে ভারত।
ফ্রি মালয়েশিয়া টুডের এক খবরে জানানো হয়েছে, শিগগিরই ভারতে অ্যাপলের পণ্য উৎপাদন বাড়িয়ে ৫ থেকে ২৫ শতাংশে উন্নীত করা হবে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের বরাতে এ তথ্য জানা গেছে।
অ্যাপল তাদের সবেচেয়ে নতুন মডেলের পণ্যগুলোও ভারতে উৎপাদন করছে জানিয়ে তিনি বলেন, অ্যাপলের উৎপাদন বাড়ানোর বিষয়টি আমাদের বাণিজ্যিক অগ্রগতির চিহ্ন।
অবশ্য কবে থেকে বর্ধিত উৎপাদন শুরু করতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পীযূষ গয়াল। গণমাধ্যমের যোগাযোগ সাড়া দেয়নি অ্যাপলও।
এদিকে আজই ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইটে জানিয়েছেন, ভারত থেকে অ্যাপলের রফতানি গত ডিসেম্বরের শুরুতেই ১০০ কোটি ডলারে পৌঁছে গিয়েছে।