কালীগঞ্জে অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করেছে উপজেলা প্রশাসন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ভোক্তা বিরোধী কর্মকান্ড পরিচালনার দায়ে কালীগঞ্জের জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত অবৈধ ‘চ্যালেঞ্জ ফুড’ সীলগালা করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৩ এপ্রিল ২০১৯) জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক আইডি ‘জেলা প্রশাসক গাজীপুর’ এ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ২৭ ধারায় ‘চ্যালেঞ্জ ফুড’ এর কারখানা সীলগালা করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম।
উল্লেখ্য: আভিযান পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নি। মালিক কে হাজির করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরো জানতে……
কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ‘বি.এম এনার্জি’, এক লক্ষ টাকা জরিমানা আদায়