দক্ষিণ আমেরিকার ফুটবল সদর দফতরে মেসির ভাস্কর্য

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : আর্জেন্টিনাকে সর্বশেষ বিশ্বকাপে শিরোপা এনে দেয়া লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা দেখিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। প্যারাগুয়ের লুকুতে অবস্থিত সংস্থার সদর দফতরের যাদুঘরে পেলে ও ম্যারাডোনার পাশে স্থান পেল এই জীবন্ত কিংবদন্তির ভাস্কর্য। খবর রয়টার্স।

পাশাপাশি মেসির হাতে তুলে দেয়া হয়েছে যথাক্রমে ফ্রান্স ও ইতালিকে হারিয়ে অর্জন করা বিশ্বকাপ ও ফিনালিসিমার রেপ্লিকা ট্রফি।

সোমবার (২৭ মার্চ) অনুষ্ঠিত কোপা লিবারেটেডোরসের ড্র অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেসির হাতে রেপ্লিকাগুলো তুলে দেয়া হয়।

এ সময় আর্জেন্টাইন দলের অন্যান্য সদস্য ও কোচ লিওনেল স্কালোনির হাতেও তুলে দেয়া হয় ক্ষুদ্র আকারের ট্রফি। এর মধ্যে আরো ছিল ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জয় করা কোপা আমেরিকার ট্রফি।

এ সময় উচ্ছ্বসিত মেসি বলেছেন, আমরা এখন বিশেষ ও দারুণ কিছু মুহূর্ত উপভোগ করছি। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে আবারো বিশ্বকাপ জিততে চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button