ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন, চারপাশে শুধু ধোঁয়ার কুণ্ডলী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানী ঢাকার নিউ মার্কেট লাগোয়া নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে; যা নিয়ন্ত্রণে তিন ঘণ্টা ধরে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

শনিবার (১৫ এপ্রিল)  সকাল পৌনে ৬টায় ওই বিপণি বিতানের দ্বিতীয় তলায় লাগা আগুন ছড়িয়ে পড়েছে অন্যান্য তলাতেও। চারিদিক ধোঁয়ায় ভরে গেছে; কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠছে।

সকাল পৌনে নয়টায় বাইরে থেকে আগুন দেখা যাচ্ছে না তবে ধোঁয়ায় ঢেকে গেছে পুরো মার্কেটসহ আশপাশের অন্যান্য বিপণি বিতান ও এলাকা।

আগুনের খবর পেয়ে যেসব দোকানি দ্রুত আসতে পেরেছেন তাদের মরিয়া হয়ে ঈদের আগে দোকানে তোলা কাপড় সরাতে দেখা গেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। হতাহতেরও খবর মেলেনি।

তিন ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল। বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আর ফায়ার সার্ভিসের পাশাপাশি সকালের দিক থেকে আগুন নেভাতে ও আশপাশের পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

চন্দ্রিমা মার্কেটের পাশেই তিন তলা নিউ সুপার মার্কেটে। প্রায় দু’ঘণ্টা পরও সেখানে আগুন নিয়ন্ত্রণে আসেনি। বিপণি বিতানের উপরের দিকে ধোয়া উড়তে দেখা গেছে।

সেখানকার দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান নিউ মার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু।

ঈদের আগে ঢাকার পোশাকের অন্যতম বড় বিপণি কেন্দ্র বঙ্গবাজারে আগুনের ঘটনার রেশের মধ্যেই নিউ সুপার মার্কেটে বড় ধরনের এ অগ্নিকাণ্ডের খবর এলো।

এগার দিন আগে এমনি এক সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের টিন ও কাঠের তৈরি তিন তলা মার্কেট। লাগোয়া বিপণি বিতানগুলোও বাদ যায়নি ভয়বাহ সেই আগুন থেকে।

নিউ সুপার মার্কেটে পোশাকের দোকানই বেশি। ঈদের আগে সেগুলো বোঝাই ছিল নতুন পোশাকে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, আশেপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে বিজিবি সদস্যদেরও কাজ করতে দেখা গেছে।

বাহিনীর এক বার্তায় জানানো হয়েছে, সেখানে ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button