প্রধানমন্ত্রীর উপহারের ২০০ মডেল মসজিদে হবে ঈদের নামাজ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে চার দফায় ২০০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব মডেল মসজিদে এবার ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
প্রতিশ্রুতি অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ২০০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাকিগুলোর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এদিকে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদ-উল-ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে।