শান্তিপূর্ণভাবে শেষ হলো গাজীপুর সিটির ভোটগ্রহণ, ফলাফলের অপেক্ষা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভোটর উপস্থিতি ভালো ছিল। কোথাও কোনো ধরনের সহিংস পরিস্থিতি ঘটেনি।
ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীর গতি ছিল।
স্বতন্ত্র ২ প্রার্থী আশঙ্কা করেছিলেন যে, ক্ষমতাসীন দল থেকে শক্তি প্রদর্শন করা হবে বা বিশৃঙ্খল কিছু হতে পারে, সেরকম কিছুই ঘটেনি।
এদিন সকালে ভোট প্রদান শেষে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আজমত উল্লা খান। সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনও ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সেই সঙ্গে তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন জায়েদা খাতুন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪১ হাজার ২৭২ জন।
নির্বাচনের মেয়র প্রার্থীরা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান, টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন (সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা), লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. রাজু আহাম্মেদ, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। এ ছাড়া স্বতন্ত্র থেকে মেয়র পদে ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারদের উপস্থিতি দেখা গেছে। তাঁদের মধ্যে উৎসাহ–উদ্দীপনাও ছিল বেশ। প্রার্থীরাও কেউ ভোট গ্রহণের অনিয়ম নিয়ে কোনো প্রশ্ন তোলেননি।