বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরির সুযোগ
গাজীপুর কণ্ঠ,চাকরি-বাকরি ডেস্ক : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর রাজস্বভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সাইন্টিফিক অফিসার (এসও)- ১১টি (কৃষিতত্ত্ব -২টি, রাইস ফার্মিং সিস্টেম -২টি, এন্টোমোলজি -২টি, ফলিত গবেষণা -১টি, খামার ব্যবস্থাপনা -১টি, জেনেটিক রিসোর্সেস অ্যান্ড সিড -১টি, সয়েল সায়েন্স -১টি, হাইব্রিড রাইস -১টি); বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
২. সাইন্টিফিক অফিসার (এসও)- ৩টি (ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট -২টি, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেষ্ট টেকনোলজি -১টি); বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. সাইন্টিফিক অফিসার (এসও)- ১টি (কৃষি অর্থনীতি); বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৪. অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার- ১টি; বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. সাব-এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার- ০১টি; বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৬. ফোরম্যান (ফার্ম মেশিনারি)- ১টি; বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৭. এসএ (ফিল্ডম্যান)- ৬টি; বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
৮. ইউডি কাম অ্যাকাউনটেন্ট- ২টি; বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
৯. ইউডিএ কাম ক্যাশিয়ার- ১টি; বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
১০. সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিসটেন্ট- ১টি; বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
১১. ম্যাকানিক (ওয়ার্কশপ)- ১টি; বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
১২. ইলেকট্রিশিয়ান- ৩টি; বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
১৩. সায়েন্টিফিক অ্যাসিসটেন্ট- ১টি; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৪. ট্রাক্টর ড্রাইভার- ১টি; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৫. ড্রাইভার- ৪টি; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৬. জেনারেটর অপারেটর- ১টি; বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
১৭. অ্যাসিসটেন্ট ইলেকট্রিশিয়ান- ১টি; বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
১৮. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট- ২টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
১৯. ওয়ার্কশপ অ্যাটেনডেন্ট- ৪টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
২০. অফিস সহায়ক (এমএলএসএস)- ৪টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
২১. সার্ভিসম্যান (ওয়ার্কশপ)- ১টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
২২. ক্যাটলকিপার- ১টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
২৩. গার্ড কাম কুক- ১টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
২৪. সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)- ২টি; বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের শেষ সময়: ৯ জুন, ২০১৯
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.brri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন