কারাগারে সহিংসতায় নিহত ২৩

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার একটি কারাগারে সহিংসতার ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। হঠাৎ করেই কারাগারে সহিংসতা শুরু হয় বলে জানানো হয়েছে।

উনা ভেনতানায়া লা লিবারটেড নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, কারাগারে সহিংসতা ছড়িয়ে পড়ায় কমপক্ষে ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন

ভেনেজুয়েলার কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, অ্যাকারিগুয়া শহরে অবস্থিত কারাগারটির ধারণক্ষমতা ২৫০ জন। কিন্তু সাম্প্রতিক সময়ে কারাগারটিতে প্রায় ৫৪০ বন্দিকে রাখা হয়েছিল।

তবে কি কারণে ওই সহিংসতার সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তরফ থেকে কোন মন্তব্য করা হয়নি। কারাগার বিষয়ক মন্ত্রণালয় এএফপিকে জানিয়েছে, পুলিশ স্টেশনে থাকা কারাগারগুলো তাদের নিয়ন্ত্রণে নেই।

বেশ কয়েক বছর ধরেই ভেনেজুয়েলার বিভিন্ন কারাগারে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এর আগে গত ২০১৮ সালের মার্চে একটি কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৮ বন্দি নিহত হয়। এছাড়া ২০১৭ সালের আগস্টে ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button