কালীগঞ্জে মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত : হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যামনের হেরোইন উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলো, পানজোড়া মধ্যপাড়া বড় বাড়ীর আঃ রশিদের ছেলে রিপন মিয়া (৪৩), সৈয়ালপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আহম্মেদ মতি (৩০) এবং পানজোড়া মধ্যপাড়া মুন্সি বাড়ির আঃ বারেকের ছেলে হাসনাত মিয়া (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডের নেতৃত্বে পানজোড়া বড় বাড়ী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রিপন মিয়া, আহম্মেদ মতি এবং হাসনাত মিয়া গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রিপন মিয়ার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন, আহম্মেদ মতির কাছ থেকে ০.০১ গ্রাম হেরোইন এবং হাসনাত মিয়ার কাছ থেকে ০.০১ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নাগরীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে। এ ঘটনায় উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই)মধুসূদন পান্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন {মামলা নম্বর ১০(২০)২৩}।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হায়দার শুভ বলেন, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যামনের হেরোইন উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য : গত ৩০ সেপ্টেম্বর রাতে পানজোড়া মাটির ঘর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় সড়ক থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে বক্তারপুর ইউনিয়নের রাজনগর এলাকা থেকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মাসুমের ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়ে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ এনামুল ভূঁইয়া নামে এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ সংক্রান্ত আরো জানতে…………..
কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!
কালীগঞ্জে যুবলীগ নেতার অফিসে মাদকের আসর, ৪০ লাখ টাকার হেরোইন উদ্ধার!
কালীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেপ্তার ১
কালীগঞ্জে ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল গ্রেফতার
কালীগঞ্জে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের হেরোইন উদ্ধার: গ্রেফতার ৪
কালীগঞ্জ থেকে বিপুল পরিমাণ মদ তৈরীর উপকরণ ও চোলাই মদ উদ্ধার: গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২
কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে খাটের নিচে মিলল বিদেশী বিয়ার, গ্রেপ্তার ১
কালীগঞ্জে মদ তৈরির কারখানায় অভিযান: ৩’শ লিটার চোলাই মদ উদ্ধার, নারী আটক