কালীগঞ্জে ‘ককটেল বিস্ফোরণ’, যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ‘ককটেল বিস্ফোরণ’ ঘটিয়ে আনিসুজ্জামান মাসুম (৩৮) নামে এক যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস মোড় (ভাদার্ত্তী) এলাকায় এ ঘটনা ঘটেছে।
আনিসুজ্জামান মাসুম কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের সফিউদ্দিনের ছেলে এবং পৌর যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা মাসুম মোটরসাইকেল চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ বাইপাস মোড় অতিক্রম করে বাজারের দিকে যাচ্ছিল। সে সময় হঠাৎ করেই কয়েকজন দুর্বৃত্ত ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মাসুমকে ধাওয়া দেয়। একপর্যায়ে মোটরসাইকেল ফেলে মাসুম সড়কের পাশে আশ্রয় নেয়। সে সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। সে সময় বিস্ফোরিত ককটেলের দুইটি খোসা এবং দুইটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফারুক হোসেন বলেন, থানা থেকে খবর পেয়ে রাত ১০টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নেভানো হয়েছে। কিন্তু এরমধ্যেই মোটরসাইকেলটি আগুনে পুড়ে যায়।
সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো জানতে………..
কালীগঞ্জের মাদক ব্যবসায়ী মাসুমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ
কালীগঞ্জে ‘ককটেল বিষ্ফোরণ’, বিএনপির ১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা