এক ভিসায় যাওয়া যাবে ৬ দেশে

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত— কেবল একটি টুরিস্ট ভিসা থাকলেই যাওয়া যাবে এই ৬ দেশে। গত বুধবার এমন ঘোষণাই এসেছে দ্য গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)। এই জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়েছে।

ওমান নিউজ এজেন্সির (ওএনএ) বরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, বুধবার দ্য গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) ৪০ তম সম্মেলন ছিল মাস্কাটে। সেখানেই এই ঘোষণা আসে। সংস্থাটির মহাসচিব জাসিম মোহাম্মেদ আল বুদাইবি এই সিদ্ধান্তের প্রশংসা করেন।

ওই বৈঠকে আরও বেশ কয়েকটি ব্যাপারে একমত হয়েছেন উপসাগরীয় রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা। এর মধ্যে একটি হচ্ছে, ট্রাফিক আইন নিয়ে সদস্য দেশগুলোতে একটি ইলেকট্রিক সিস্টেম চালু করা।

এর আগে গত ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি ঘোষণা দেন, আগামী ২০১৪ সালের মধ্যেই সমন্বিত ভিসা সিস্টেম চালু হয়ে যাবে। সদস্য রাষ্ট্রগুলোর পর্যটন খাত আরও সমৃদ্ধ করতেই এই ভিসার ঘোষণা এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button