ভার্জিনিয়ায় সরকারি ভবনে বন্দুকধারীর গুলি, নিহত ১১
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি সরকারি ভবনে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
শুক্রবার (৩১ মে) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপ্যাল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে। এখনো বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
তবে, বন্দুকধারী একজন সরকারি কর্মী বলে জানা গেছে। পুলিশ বলছে, হামলাকারী কাউকে কোনো সময় না দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। এছাড়া এক পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
ভার্জিনিয়ার পুলিশ প্রধান জেমস কের্ভারা জানান, পুলিশের পাল্টা আক্রমণে হামলাকারী নিহত হয়েছে। যতটুকু জানা গেছে সে ওই অফিসের কর্মচারী ছিলো। কোনো কারণে সে ক্ষুব্ধ ছিলো। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।