আদালতে আত্মসমর্পণ ‘ওসি’র কক্ষে মিটিং’ করা পলাতক আসামীর!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ থানার ‘ওসি’র অফিস কক্ষে দীর্ঘ সময় মিটিং’ করার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে পলাতক আসামী মর্তূজা মাহফুজ সহ আরো তিন আসামী।

‘পলাতক আসামীর সঙ্গে থানায় ওসি’র মিটিং!’ ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে পলাতক আসামীরা আদালতে আত্মসমর্পণ করেন।

মর্তূজা মাহফুজসহ আরো তিন আসামি ৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

অন্য আসামীরা হলো মো: হোসেন(৩০), মো: ফারুক (৩৫), মো: মসিউর (৪০)। সকলেই পলাতক ছিলেন।

শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম আসামীদের জামিন আবেদন মঞ্জর করেন।

আত্মসমর্পণ এবং জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম।

জানা যায়, গত ১৫ আগস্ট বুধবার রাতে কালীগঞ্জ পৌর এলাকার স্থানীয় সামছুদ্দিন (৭০) বাদী হয়ে কালীগঞ্জ থানায় আবুল খায়ের সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কালীগঞ্জ শাখার উপ-ব্যাবস্থাপক ও ইনচার্জ মোঃ মর্তূজা মাহফুজকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৮ [৮] ১৮)। মামলায় মো: হোসেন(৩০), মো: ফারুক (৩৫), মো: মসিউর(৪০) সহ আবুল খায়ের সিরামিক্স কোম্পানিয় দায়িত্বরত অজ্ঞাত আরো প্রায় ২৫ জন নিরাপত্তা কর্মীকে আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে লাঠিসোঠাসহ আক্রমন করে খুনের উদ্যেশ্যে মারপিট ও গুরুতর জখমসহ ভয়ভীতি প্রদর্শনের অপরাধে পেনাল কোডের ১৮৬০ সালের ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য : প্রকাশিত সংবাদে বলা হয়েছিল পলাতক এক আসামিকে গ্রেফতার না করে বরং তাকে সাথে নিয়েই ওসি’র অফিস কক্ষে দীর্ঘ সময় মিটিং করেছে বলে অভিযোগ উঠেছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়ার বিরুদ্ধে।

১ সেপ্টেম্বর শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মর্তূজা মাহফুজ নামে পলাতক এক আসামীর সঙ্গে ওই মিটিং করে।

একাধিক সূত্রে জানায়, শনিবার পলাতক আসামী মর্তূজা মাহফুজ স্থানীয় কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী গ্রামের সানাউল্লাসহ আরো কয়েজনকে নিয়ে কালীগঞ্জ থানার ওসি’র অফিস কক্ষে দীর্ঘ সময় অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়ার সঙ্গে মিটিং করেছে।

বিষয়টি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়ার কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেছিলেন, মর্তুজা মাহফুজ শনিবার থানায় আসেনি। এ তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

পলাতক আসামীর সঙ্গে থানায় ওসি’র মিটিং!

অবৈধভাবে জমি দখল করতে গ্রামবাসীর উপর আবুল খায়ের গ্রুপের হামলা, আহত ৪০(ভিডিও সহ)

জমি দখল করতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের পর গভীর রাতে মামলা করলো আবুল খায়ের গ্রুপ

সংঘর্ষের ঘটনায় আবুল খায়ের গ্রুপের প্রায় ২৫ জনকে আসামী করে থানায় অভিযোগ

সংঘর্ষের ৫ দিন পর অবশেষে আবুল খায়ের গ্রুপের ২৫ জনের বিরুদ্ধে মামলা

দিনে দুপুরে নদী দখলের অভিযোগ ‘আবুল খায়ের গ্রুপ’র বিরুদ্ধে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button