টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, উত্তরের পথে ট্রেন বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায়।
মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া সংবাদ মাধ্যমকে বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।
ফলে ৩ ঘণ্টা ধরে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ আছে। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তা আসলে ট্রেনটি সরানো হলে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই রেল কর্মকরর্তা।