গাছায় এক রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের গাছার পলাসোনা এলাকায় এক রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার পর তুরাগ নদীর তীর ফেলে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার মধ্যরাতে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম আসমত আলী (২৭)। সে শেরপুরের নালিতাবড়ি থানার শিবলী আন্দারপাড়া এলাকার সুলতান মিয়া ছেলে।আসমত পলাসোনা এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চলাতেন।
জিএমপি’র গাছা থানার এসআই মো. গোলাম রসুল জানান, পলাসোনা এলাকায় তুরাগ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে শুক্রবার মধ্যরাতে ওই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার বুকে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।