টঙ্গীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে মামলা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে তিন সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ইমরান খান নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানায় ভুক্তভোগী ওই নারীর স্বামী মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ জুন রাত ৯টার দিকে গাজীপুরা সাতাইশ এলাকার ভাড়া বাড়ির কক্ষে একা পেয়ে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে ইমরান নামে স্থানীয় এক যুবক। এসময় ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ইমরান পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দেয়া হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত ইমরানকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ইমরান টঙ্গীর গাজীপুরা এলাকার ইসমাইল খানের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, ‘ভুক্তভোগী নারীর স্বামী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ইমরানকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’