সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থেকে এমপি হওয়া আবুল কালাম আজাদ গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।

সাবেক আমলা আবুল কালাম আজাদ মুখ্য সচিবের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

পরে জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) বিশেষ দূত হিসেবেও নিয়োগ পান তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ভোটের মাধ্যম রাজনীতিতে নামার পর সাবেক এই আমলা সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে, শরীফপুর ইউনিয়নের শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে, লক্ষ্মীরচর ইউনিয়নের বারুয়ামারী স্কুল মাঠে বিশাল গাড়ি বহর এবং গরু জবাই করে ভুঁড়িভোজের ব্যবস্থা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে আলোচনায় আসেন।

আবুল কালাম আজাদ ২০১৪ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেব নিয়োগ পান। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একই কার্যালয়ের মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান তিনি। পরে তিনি এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়কও ছিলেন।

১৯৮২ সালের বিশেষ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা আবুল কালাম আজাদ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিদ্যুৎ ও জ্বালানি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

Related Articles

Back to top button