সালনায় রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের সালনায় বাজার এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেলরুটে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন সালনা বাজার এলাকায় পৌঁছালে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ‘ঠ’ বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button