বিপিএল : পাওনা পরিশোধে রাজশাহীর মালিককে পুলিশের জিজ্ঞাসাবাদ

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : দুর্বার রাজশাহীর বিপিএল মিশন শেষ হয়ে গেছে দুদিন আগেই। এরপরও দলটি রয়েছে আলোচনায়। এবারের বিপিএলে মাঠের চেয়েও মাঠের বাইরের ঘটনায় বেশি সামনে এসেছে দলটির নাম। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট, একাধিকবার চেক বাউন্স, বিদেশিহীন একাদশ, পাওনা ও টিকিট না পেয়ে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরতে না পারা।
একের পর এক অনিয়মে রাজশাহীর ওপর ক্ষুব্ধ দলটির খেলোয়াড়, সমর্থক এবং বোর্ডের কর্তারাও। তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে খেলোয়াড়ের পারিশ্রমিকের বিষয়টি। ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে খেলোয়াড়দের সকল বকেয়া পরিশোধের কথা জানিয়েছে রাজশাহীর মালিক শফিকুর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
দুর্বার রাজশাহী বারবার অনিয়ম করার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নবিদ্ধ করেছে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে রাজশাহীর মালিক ২ ফেব্রুয়ারির মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে ২৫ শতাংশ হারে ফেব্রুয়ারির ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, কেবল খেলোয়াড় নয়, দল সংশ্লিষ্ট সকলেই তাদের প্রাপ্য অর্থ বুঝে পাবেন বলে নিশ্চিত করেছেন রাজশাহীর মালিক শফিকুর রহমান।