কালীগঞ্জে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত

নিজস্ব প্রতিনিধি : কালীগঞ্জে শসা বোঝাই একটি পিকআপ খাদে পড়ে চালক, হেলপার ও এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে কালীগঞ্জের নোয়াপাড়ার মৈশাইর এলাকায় দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলো, খুলনার সোনাডাঙ্গা থানার সোনার বাংলা এলাকার আঃ সোবাহান মোড়লের ছেলে আল-আমিন (২৫), সিলেটের ওসমানী নগর থানার দক্ষিণ কালনীর চর এলাকার মৃত আব্দুল নূরের ছেলে আব্দুল কাইয়ুম (২৬) এবং পিকআপ চালক মাদারীপুরের ডাসরা থানার মেধাকুল এলাকার নাছিরের ছেলে সাকিব (২২)।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার জানান, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়ার মৈশাইর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ নিয়ে চালক সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরো জানতে…….

কালীগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষ, মিস্ত্রির মৃত্যু

Related Articles

Back to top button