কবীর সিং নারী বিদ্বেষ ছড়াচ্ছে!
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : শাহিদ কাপুরের কবীর সিং সদ্য মুক্তি পেয়েছে। কিন্তু এই ছবি নিয়ে ভিন্ন মন্তব্য রয়েছে দর্শকের। তবে খুব খারাপ ছবি এখনও পর্যন্ত এরকম মন্তব্য কেউ করেননি।
সন্দীপ ভাঙ্গা রেড্ডির পরিচালনায় এই ছবির মুখ্য বিষয় হল ডাক্তারির এক ছাত্রের ড্রাগ আসক্তির গল্প। প্রেমে আঘাত পেয়েই শাহিদ মাদকাসক্ত হয়ে পড়েন।
সবাই যখন শাহিদের অভিনয়ের প্রশংসা করছেন তখন গায়িকা সোনা মহাপাত্র বললেন অন্য কথা। তার কথায়, এই রকম চরিত্রে অভিনয় করে শাহিদ স্ত্রী জাতির কাছে ভুল বার্তা দিলেন।
সোনার কথায়, অভিনেতা হিসেবে শাহিদেরও কিছু দায়িত্ব রয়েছে। এভাবে সমাজকে তিনি ভুল বার্তা দিতে পারেন না। কারণ শাহিদ অভিনীত চরিত্রটি সমাজের কালো দিককেই আরও বেশি করে প্রকাশ্যে আনে।
সূত্র: ইন্ডিয়া টুডে