গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে শিল্প প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, মির্জাপুর, রাজেন্দ্রপুরের বাংলাবাজার রোড ও সালনা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত প্রায় ২০০ ফুট দীর্ঘ পাইপলাইন অপসারণ করা হয়। এছাড়াও অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে সালনা এলাকার ‘ডেকর ওয়েট প্রসেসিং’ নামক একটি শিল্প প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে চার লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিসের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শেখ জাবের নূরানী, সহকারী প্রকৌশলী রাকিব হাসান ও হাসান আল ফয়সাল, সহকারী ব্যবস্থাপক আল আমিন, সহকারী কর্মকর্তা সোহেল রানা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।



