বিরতির পর ফিরছেন পলাশ
গাজীপুর কণ্ঠ, বিনোদন ডেস্ক : ‘আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার সনে’, এই গান শোনেনি এমন সংগীতপ্রেমী মানুষ পাওয়া যাবে না। গানটি গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন পলাশ সাজ্জাদ।
এমন আরও অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সংগীত ক্যারিয়ারের প্রায় ৩০ বছর হতে চললো তার। দীর্ঘ সংগীত চর্চায় ২০০টির মতো অ্যালবামে গান গেয়েছেন তিনি। একক অ্যালবাম ২০টিরও অধিক। ১০০টির মতো মিশ্র অ্যালবামে এবং বাকিগুলো ডুয়েট অ্যালবাম। শতাধিকের মতো মুভিতে প্লে-ব্যাক করেছেন।
মাঝে গানে অনিয়মিত হয়ে পড়েছিলেন পলাশ। তার ভক্তদের জন্য সুখবর হলো শিগগিরই নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন গানটির নাম ‘অভিমান পোড়ে না’। গানটি লিখেছেন এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন মীর মাসুম।
প্রায় ১০ মাস পর গত রবিবার মীর মাসুমের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন পলাশ। শিল্পী জানালেন, সবকিছু ঠিক থাকলে ঈদুল আযহার আগেই দেশের প্রথম সারির একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রকাশিত হবে গানটি।