বৃহস্পতিবারের রাশিফল, তারিখ- ১০/০১/২০১৯
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
ব্যবসা ক্রমেই বৃদ্ধি পাবে। নানা সূত্রে অর্থলাভ। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনরা খুশি। সহকর্মীদের ইতিবাচক ব্যাবহার। প্রেম শুভ।
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সামাজিক অনুষ্ঠানে যোগদান। সামাজিক ক্ষেত্রে সক্রিয়তা। স্বীকৃতি লাভ। জীবনসঙ্গীর খোঁজে ছন্দপতন। ভ্রমণযোগ।
মিথুন: (২২মে – ২১ জুন)
পরিবারে বিবাদ। পথে আঘাত। মানসিক শান্তি বিঘ্নিত। প্রেমে ভাঙন। দাম্পত্যে সতর্কতা।
কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সাফল্য উদ্দীপ্ত করবে। কর্মে উদ্দীপনা। সাময়িক একাকীত্ব। প্রেম নিয়ে সমস্যা। বিদেশ ভ্রমণের বাধা। আর্থিক যোগ শুভ।
সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
মাথা গরমে সম্পর্কে চির। প্রেমযোগ মিশ্র। ব্যবসায়ে অগ্রগতি। সহকর্মীদের সহযোগিতা। অর্থপ্রাপ্তি।
কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
বন্ধু সঙ্গ আনন্দলাভ। কর্মে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি। পরিবারে বিবাদ। প্রেম সম্পর্কে অবনতি। উপহার প্রাপ্তি।
তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
বদনামের ভাগিদার। সুনাম নষ্ট। সময়ে কাজ সম্পন্ন না করতে পারায় হতাশা। প্রেমযোগ শুভ।
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মানসিক নিয়ন্ত্রণহীন। প্রেমে বেদনা। হজমের সমস্যায় ভোগান্তি। শারীরিকভাবে দুর্বলতা বোধ। ব্যবসায় লক্ষীলাভ
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মে বন্ধুত্বপূর্ণ পরিবেশ। প্রেমে বাধা। মাতৃস্থানীয় থেকে সুসংবাদ। পারিবারে আনন্দ। মানসিক স্বস্তি।
মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
প্রেম নিয়ে অনুভূতিশীল। দুশ্চিন্তা ও বিরক্তবোধ। ব্যয়ের যোগ বিদ্যমান। পরিবারে অপ্রত্যাশিত পরিস্থিতিগুলির মোকাবিলা।
কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
অতিরিক্ত সংবেদনশীল। অস্থির চিত্ত। স্বাস্থ্যহানি। মেজাজ নিয়ন্ত্রণহীন। কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন। ব্যবসায়ে শুভ।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রেম নিয়ে সমস্যা। সম্পত্তি সংক্রান্ত আইনি ক্রিয়াকলাপে জটিলতা। আর্থিক লেনদেনে সতর্কতা। মনঃসংযোগে ব্যাঘাত।