শ্রীপুরে পিকআপ চাপায় এক বৃদ্ধ নিহত

গাজীপুর কণ্ঠ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুরের এমসিবাজার এলাকায় পিকআপ চাপায় আমজাদ আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চর হোসেনপুর গ্রামের মীর হোসেনের ছেলে। এমসি বাজার এলাকায় তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) হরিদাস পাল জানান, নিহত আমজাদ আলীর মেয়ে সুমা আক্তার এমসিবাজার এলাকার সাদ-সান টেক্সটাইলে চাকরি করেন। শনিবার ভোট ৬টার দিকে তার মেয়েকে কারখানায় পৌঁছে দিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন আমজাদ আলী। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আর পিকআপটি রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে থেমে গেলেও চালক পালিয়ে গেছেন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button