গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুর কণ্ঠ : মহানগরের কলেরবাজার এলাকা থেকে আমিনুল ইসলাম রনি (২৮)নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চালককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে জিএমপি’র সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত রনি চাঁদপুর সদরের বাখরপুর এলাকার মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন গাজীর ছেলে। রনি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের ছোটদেওড়া এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছোট ভাই রুবেল জানায়, রনি ওমান প্রবাসী। ছয় মাসের ছুটিতে তিনি তিন মাস আগে দেশে আসেন। পরে গ্রামের বাড়িতে বিয়ে করে ছোটদেওড়া এলাকায় ভাড়া বাসায় উঠেন। ছুটি শেষে আবার তার ওমান যাওয়ার কথা ছিল। ছুটির সময়গুলো কাজে লাগাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তিনি নিজেই চালাতেন। সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হন। বিভিন্নস্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস জানান, মরদেহের সাথে থাকা একটি বন্ধ মোবাইল ফোন চালু করে নিহতের স্বজনদের ফোন দিলে তারা এসে লাশটি সনাক্ত করেন। নিহতের গলায় দড়িঁ প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।