কয়লাবাহী ট্রাক উল্টে পড়ল ইটভাটার মেসে, ঘুমন্ত ১৩ শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি ইটভাটার মেসে কয়লাবাহী ট্রাক উল্টে পড়লে ১৩ জন শ্রমিক নিহত হন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই ইটভাটার শ্রমিক। তাঁরা মেসার্স কাজী অ্যান্ড কোং ইটভাটার মেসে ছিলেন। দুর্ঘটনার সময় তাঁরা মেসে ঘুমন্ত অবস্থায় ছিলেন।
নিহত শ্রমিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালক নিয়ন্ত্রণ হারালে কয়লাবাহী ট্রাকটি উল্টে গিয়ে ইটভাটার শ্রমিকদের মেসের ওপর গিয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ১২ জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ট্রাকটি ইটভাটায় কয়লা নিয়ে এসেছিল। ইটভাটায় ঢুকে ব্যাক গিয়ার করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে গিয়ে শ্রমিকদের থাকার মেসের ওপর গিয়ে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মেসে ১৫ জন শ্রমিক ঘুমাচ্ছিলেন।
ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, হতাহত হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় সংগ্রহ করে তালিকা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।