মহিলা কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের সভাপতি রুহুন নেছা পুলিশ হেফাজতে!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি রুহুন নেছাকে পুলিশি হেফাজতে নিয়েছেন বাসন থানা পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মহাসড়কে ট্রাফিক পুলিশের দুই কনস্টেবলের সঙ্গে বিরোধে জড়ালে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
জিএমপি’র বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম কাওসার আহমেদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, উল্টো পথে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত দুই পুলিশ কনস্টেবলের সঙ্গে বিরোধে জড়ান রুহুন নেছা। এরপর কাটাকাটির একপর্যায়ে এক পুলিশ কনস্টেবলকে থাপ্পর মারে রুহুন নেছা। এ ঘটনার পর রুহুন নেছাকে পুলিশি হেফাজতে বাসন থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রসতুতি চলছে।