গাজীপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান।
হাসপাতাল পরিচালক ডা. খলিলুর রহমান বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ওই চিকিৎসক হাসপাতালে চর্ম ও যৌন রোগ বিভাগের কর্মরত আছেন। তিনি ঠাণ্ডা কাশিতে ভুগছেন। তাই নিজেই হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়ে হাসপাতালে আসবেন না বলে জানিয়েছেন। তার মনে সন্দেহ থাকায় বিষয়টি আইসিডিআরকে জানানো হয়েছে। তারা স্যাম্পল নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বিষয়টি বুঝা যাবে।