করোনাভাইরাসে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৪ জন, শনাক্ত রোগী ছাড়ালো একশো
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি করোনাভাইসে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হল গত চব্বিশ ঘণ্টায়।
গত চব্বিশ ঘণ্টায় মোট মারা গেছে ৪ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন।
এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১৩ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৭ জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী এসময় বলেন, ‘করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।’
করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেন, ‘করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরো কিছু দেশের পথে রয়েছে। এছাড়া চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে।’
করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর দিনে দিনে এর সংক্রমনের হার বেড়েই চলেছে।