করোনা: জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্ত ও মূত্যু, পরিসংখ্যান মহামারির পথে বাংলাদেশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এখন প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে। এটাকে বলা হয় জ্যামিতিক বৃদ্ধি। যেকোনো দেশে একটি রোগ মহামারি হয়, যখন জ্যামিতিক হারে রোগীর সংখ্যা বাড়ে।
বাংলাদেশে গত ২ এপ্রিল নতুন করোনা রোগী পাওয়া গিয়েছিল ২ জন। ৩ এপ্রিল এটা জ্যামিতিক হারে বেড়ে দ্বিগুণের বেশি হয়েছিল। পাঁচ জনে পৌঁছেছিল। ৪ এপ্রিল নতুন আক্রান্ত হয়েছিল ৯ জন। অর্থাৎ নতুন আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল।
এরপর অর্থাৎ ৫ এপ্রিল কোরোনা রোগী শনাক্ত হয় আগের দিনের দ্বিগুণ, অর্থাৎ ১৮ জন।
আর সোমবার সেটা বেড়ে হলো ২৯ জন। এটাও গতকালের চেয়ে দ্বিগুণের কাছাকাছি।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছেন ১৩ জন।
বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো দেশ বা এলাকায় করোনা রোগীর সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি হয় তখন বুঝতে হবে যে সেখানে ওই বিশেষ রোগটি মহামারির দিকে এগোচ্ছে।
তার মানে বাংলাদেশে আগামী দুই তিন যদি জ্যামিতিক হারে রোগী বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে, করোনা ভাইরাস নিয়ে মহামারির গহ্বরে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ।