গাজীপুরে দুই এসআই’সহ আরো ১১ জন করোনা পজেটিভ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে পুলিশের দুই এসআই’সহ আরো ১১ জন করোনা করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট এলে আরো ১১ করোনা পজেটিভ বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত ১১ জনের মধ্যে কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় থানার ২ এসআই ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সসহ ৪ জন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জনসহ মোট ৫ জন, গাজীপুর সদরের ১ জন এবং শ্রীপুরে ১ জন নতুন করে করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।
১৮ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী গাজীপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াঁলো মোট ১৫৯ জন।
এ সংক্রান্ত আরো জানতে……..
গাজীপুরে একদিনে ‘সর্বোচ্চ ৩৭’ জন করোনা পজেটিভ
গাজীপুরে ৫ চিকিৎসকসহ ৩১ জন, সারাদেশে শনাক্ত ৩৪১, একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু
গাজীপুরের ২৮ জনসহ সারাদেশে শনাক্ত আরো ২১৯ জন: মৃত্যুর সংখ্যা ৫০ ছুঁয়েছে