সদর উপজেলার এসি-ল্যান্ডের বদলি
গাজীপুর কণ্ঠ : গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) তানভীর-আল-নাসীফকে বদলির করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।
০৭ ফেব্রুয়ারি উপসচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তানভীর-আল-নাসীফকে(১৭১৬৭) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরবর্তী পদায়নের লক্ষে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
প্রজ্ঞাপনে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে পদায়িত স্থানে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
(বিসিএস) ৩১তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সালের ২৬ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুর সদর উপজেলায় যোগদান করেছিল।