জিএমপি’র আরও ১৫ পুলিশ সদস্যর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আরও ১৫ পুলিশ সদস্যর করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে বাসন থানার ১৪ জন এবং সিটি এসবি’র এক পুলিশ সদস্য রয়েছে।
নমুনা পরীক্ষা পর বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ আনোয়ার হোসেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মে বাসন থানার ১৫ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৪ মে (বৃহস্পতিবার) পাওয়া রিপোর্ট জানা যায় ৫ জন এএসআই এবং ৯ জন পুলিশ কনস্টেবলের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এর বাহিরে সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটি এসবি) এক পুলিশ সদস্যর (কনস্টেবল) কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। তাঁরা সকলেই হোম আইসোলেশনে আছেন।
এনিয়ে জিএমপি’র মোট ৪৯ জন পুলিশ সদস্যর করোনা শনাক্ত হলো। এর মধ্যে করোনা মুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেয়ায় গত ৭ মে পুলিশ সদস্যর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে প্রাপ্ত ফলাফলে ১৫ পুলিশ সদস্যর কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। তারা সকলেই আইসোলেশনে আছেন।
তিনি আরো বলেন, ইতোপূর্বে জিএমপি’র গাছা থানার ৩৪ জন পুলিশ সদস্য কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল। পরে তারা নির্ধারিত সময় আইসোলেশনে থাকার পর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা সংক্রমন নেগেটিভ আসে। ৯ মে তাদের করোনা মুক্ত ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে…….
গাছা থানার আরো ২০ জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ
জিএমপি’র গাছা জোনের এসি’সহ থানার চারজনের করোনা পজেটিভ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক এসআই করোনা পজেটিভ