কালীগঞ্জে হিজড়াদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ইউএনও
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে করোনাভাইরাসের কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর ২০ জন সদস্যের মাঝে নগদ অর্থ প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক।
বুধবার (২০ মে) হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে এসব বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ‘কালীগঞ্জ বসবাসরত সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর ২০ জন সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২ হাজার করে টাকা ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে’।
করোনাভাইরাসের কারণে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়া মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যহত রয়েছে বলে তিনি জানান।