গাজীপুরে বেড়েই চলেছে করোনার শঙ্কা, আরও ৬৯ জন কোভিড-১৯ শনাক্ত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৬৯ জনসহ কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১২৪৯ জন হয়েছে।
সোমবার (১ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।
সিভিল সার্জন বলেন, ‘গাজীপুর থেকে পাঠানো ৮৩১ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৬৯ জনের কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ৩১ জন. কালিয়াকৈরে ১৫ জন, শ্রীপুরে ১৩ জন, কালীগঞ্জে ৭ জন এবং কাপাসিয়ায় ৩ জন’।
তিনি আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ১০ হাজার ৬৮৭ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১২৪৯ জনের’।
‘সর্বাধিক ৮১৩ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১৪০ জন, কালিয়াকৈরে ১২৪, কাপাসিয়ায় ৯২ জন এবং শ্রীপুরে ৮০ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
উল্লেখ্য : গত ২৩ মে (শনিবার) রাত পৌণে ১২ টার দিকে গাজীপুরে কোভিড-১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ শনাক্ত এক রোগীর (৫০) মৃত্যু হয়েছে। এছাড়াও মৃত্যুর পর তিনজনের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে।
অপরদিকে, ৩১ মে (রোববার) বিকেলে কোভিড-১৯ শনাক্ত হয়ে কালীগঞ্জ পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়ি এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।
এর আগে ৩০ মে (শনিবার) বিকেলে টঙ্গী বাজার সংলগ্ন ভরান এলাকায় নিজ বাসায় মারা গেছেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের (ভূগোল বিষয়) একজন সহকারী অধ্যাপক (৫৮)।
তার একদিন আগে গত ২৯ মে (শুক্রবার) সকাল ১১ টার দিকে কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তার (৬০) মৃত্যু হয়েছে। সাবেক ওই কর্মকর্তার বাড়ি কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের রাওনাট রুব্বার টেক এলাকায়।
এ ছাড়াও ২৮ মে (বৃহস্পতিবার) রাত ১১ টার দিকে করোনার (কোভিড-১৯) লক্ষণ নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের ‘শিক্ষানবিশ’ এক আইনজীবীর (৫১) মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তি উত্তর ছায়াবিথীর লালমাটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর বাড়ি কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামে।
এর আগে গত ২৭ মে (বুধবার) দিবাগত মধ্য রাতে কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তেজগাঁও কলেজের এক ছাত্রীর (২৯) মৃত্যু হয়েছে। সে টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় পরিবারের সঙ্গে বসোবাস করতেন। ওই ছাত্রীর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কুড়িগাঁও এলাকায়।
আরো জানতে…….