বৃষের প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে, কর্মস্থলে অতৃপ্তি বাড়বে ধনুর
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : বাড়ি সংস্কারে খরচ বাড়বে। ঠান্ডায় মাংস পেশির ব্যথা বাড়বে। আগুন, বিদ্যুৎ থেকে সাবধান।
বৃষ : প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। যন্ত্রপাতি থেকে লাভ হবে।
মিথুন : কর্মক্ষেত্রে ঝামেলা ও দ্বন্দ্ব দেখা দেবে। মায়ের বাতের ব্যথা বাড়বে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।
কর্কট : শত্রুরা পিতাকে আক্রমণ করতে পারে। স্বল্প ভ্রমণ শুভ নয়। দূর ভ্রমণে বাধা আসবে।
সিংহ : আয় বাড়বে। তবে সংসারে ঝাগড়া ঝামেলা হতে পারে। স্ত্রীর আয়ে বাধা আসতে পারে।
কন্যা : শত্রুরা সব কাজে বাধার সৃষ্টি করবে। ঠান্ডায় বাত-ব্যথা বাড়বে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
তুলা : বাতের রোগ বাড়বে। মেশিন ক্রয়ে ব্যয় বাড়বে। দূর ভ্রমণ শুভ নয়।
বৃশ্চিক : সন্তানের দুর্ঘটনা যোগ আছে। নতুন সম্পদ প্রাপ্তি যোগ আছে। নারীদের এড়িয়ে চলুন।
ধনু : মায়ের চর্ম ও বাত রোগ বৃদ্ধি হবে। কর্মস্থলে ঝগড়া ও অতৃপ্তি বাড়বে। শরীরের যত্ন নিন।
মকর : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। দূর দেশ ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না।
কুম্ভ : সংসারে দ্বন্দ্ব-ঝামেলা দেখা যায়। তবে স্ত্রীর আয় বাড়তে পারে। আয় থেকে ব্যয় বেশি।
মীন : শরীরে আঘাত লাগতে পারে। স্ত্রীর ভ্রমণে বাধা আসতে পারে। মেজাজ ঠান্ডা রেখে কাজ করুন।