চিরনিদ্রায় কবি আল মাহমুদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘সোনালি কাবিনে’র কবি আল মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার রাত ১১ টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছোট ছেলে মীর মো. আনিস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বলে তিনি জানান।
দায়িত্বরত চিকিৎসক জানান, রাত দশটার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
এছাড়া কবির পারিবারিক বন্ধু আবিদ আজম এই তথ্য নিশ্চিত করে ফেসবুকে জানান, ‘আল মাহমুদ জীবনের ওপারে, প্রভূর সান্নিধ্যে পৌঁছে গেছেন রাত ১১টায়; তিনি আর বেঁচে নেই। ইন্নালিল্লাহি ওয়ান্নাইলাইহি রাজিউন। মরহুমের রুহের মাহফেরাতের জন্য দোয়া প্রার্থণা’।
আবিদ আজম গত শনিবার জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কবিকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়।
শনিবার সন্ধ্যার পর অবস্থার অবনতি হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয় তাকে। কবির চিকিৎসার তত্ত্বাবধানকারী নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আবদুল হাই জানান, গত বছরের জানুয়ারিতেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
‘সোনালি কাবিন’, ‘লোক-লোকান্তর’, ‘কালের কলস’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’র মতো তার বহুল পঠিত ও সমাদৃত কবিতার বই তাকে দিয়েছে সমকালীন অন্যতম প্রধান কবির মর্যাদা।
আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তার বাবার নাম মীর আবদুর রব, মায়ের নাম রওশন আরা মীর। তার স্ত্রী সৈয়দা নাদিরা বেগম মারা গেছেন কয়েক বছর আগে।