দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে বদলিপূর্বক স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে (১৫৫৪২) উপসচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য: (বিসিএস) ২৪ তম ব্যাচের কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ২০১৯ সালের ৩১ জানুয়ারি থেকে উপ-পরিচালক (উপসচিব) হিসেবে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। এর আগে ২০১৮ সালের ১৯ জানুয়ারি তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে গাজীপুরে যোগদান করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্ব পালন করেন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সার্বিক শাখার দায়িত্ব পালন করেন।