গাজীপুরে ডোবার পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে ডোবার পানিতে ডুবে ভাইবোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ডোবার পানি থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন।
নিহতরা হলো- নেত্রকোনার বারহাট্টা উপজেলার তৌহিদের মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা উপজেলার জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০) এবং একই এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬)। সকলেই ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতো।
নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, সোমবার দুপুর ২ টার দিকে বৃষ্টির সময় নিহত চার শিশু তাদের বাসার পাশে খেলতে যায়। এরপর তারা আর বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা ওই শিশুদের খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি ডোবার পাড়ে ওই শিশুদের পায়ের জুতা দেখতে পায়। এরপর ডোবার পানিতে তল্লাশি করার একপর্যায়ে একে একে চারজনের লাশ পাওয়া যায়। পরে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
তিনি আরো বলেন, নিহত বৃষ্টি ও তানিয়া স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ত এবং ইব্রাহিম ও ফরহাদ প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তারা পরিবারের সঙ্গে ভাওয়াল মির্জাপুর পূর্বপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।
পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ওই ডোবা গভীর থাকায় হয়তো তারা পানিতে তলিয়ে গিয়ে মারা গেছে। আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।