শ্রীপুরে লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে লরির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম (৫১) নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। নিহতের সঙ্গে থাকা কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে ইজতেমায় দায়িত্ব পালন করতে তিনি টঙ্গীতে এসেছিলেন।
শনিবার বিকেল ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার মাওনা হাইওয়ে পুলিশ বক্সের সামনে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস গাজীপুর প্রতিনিধিকে জানান, ময়মনসিংহগামী একটি বাস থেকে মাওনা হাইওয়ে থানার সামনে উড়াল সড়কের প্রবেশ মুখে নেমেছিলেন নজরুল। মহাসড়ক পার হওয়ার হওয়ার সময় একটি লরির ধাক্কায় মহাসড়কের পাশে ছিটকে পড়েন তিনি। পথচারীরা উদ্ধার মাওনার স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় লরির চালক আব্দুল জলিল হাসানকে (৩০) আটক করা হয়েছে।
তবে ঠিক কী কারণে পুলিশ সদস্য নজরুল গাজীপুরে গিয়েছিলেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।