পোড়াবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ‘আনন্দ মাল্টিমিডিয়া স্কুল’র ইউনিফর্ম পরিহিত অজ্ঞাত শিক্ষার্থী নিহত
গাজীপুর কণ্ঠ : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় ‘আনন্দ মাল্টিমিডিয়া স্কুল’র ইউনিফর্ম পরিহিত অজ্ঞাত(৮) এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার দুপুর আড়াই টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জিএমপি’র সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অমল চন্দ্র রায় জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সড়কে অজ্ঞাত গাড়ী তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ইউনিফর্ম নেভী ব্লু রংয়ের জামা ও লাল প্যান্ট ছিল।
তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের গাজীপুর শাখার পরিচালক সুজন মাহমুদ।