জুলাইয়ে ৫০ কোটি টাকার মাদক-চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালান-মাদক বহনের কাজে নিয়োজিত কিছু গাড়িও জব্দ করেছে দেশের সীমান্তরক্ষী এই বাহিনী।

সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- নয় লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, পাঁচ হাজার ৯৩১ বোতল বিদেশি মদ, এক হাজার ৬১৪ ক্যান বিয়ার, এক হাজার ২১৬ কেজি গাঁজা, দুই কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, সাত হাজার ৫৬৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট ও আট লাখ ৯৪ হাজার সাতটি অন্য ট্যাবলেট।

জব্দকৃত অন্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- এক কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, এক হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রি-পিস/শার্টপিস, ১২০টি তৈরি পোশাক, এক হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, চারটি ট্রাক, একটি প্রাইভেটকার, নয়টি পিকআপ, ২২টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৫০টি মোটরসাইকেল।

এছাড়া উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, দু’টি বন্দুক, দু’টি পাইপগান, একটি এলজি ও ১১ রাউন্ড গুলি।

এদিকে সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৪ জন বাংলাদেশি নাগরিক ও চারজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button